Subscribe Us

ডিজিটাল মার্কেটিং কি ?

 ডিজিটাল মার্কেটিং কি ?




 ডিজিটাল মার্কেটিং: Digital প্লাটফর্ম ব্যবহার করে এ মার্কেটিং করা হয় তাকে Digital মার্কেটিং বলে ।যেমন: ফেসবুক,ইনস্টাগ্রাম, গুগোল ,লিংকডইন ,ইউটিউব, টুইটার ,রেডিট, পিন্টারেস্ট ।

বর্তমান ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বেশি।বর্তমানে ছোট বড় সকলের ডিজিটাল প্লাটফর্ম গুলো ব্যবহার করে।ব্যবসায়ীদের জন্য ক্রিস্টাল প্ল্যাটফর্ম গুলো মার্কেটিং করার সুন্দর একটি কৌশল।ডিজিটাল প্লাটফর্ম গুলো থেকে খুব সহজে ক্রেতা পাওয়া সম্ভব।বর্তমানে 95% কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটিং করছে এবং ব্যবসায় উন্নতি লাভ করেছে।

এছাড়া দেশের বাহিরে ও ডিজিটাল মার্কেটিং এর অনেক চাহিদা রয়েছে।ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন।


  1. মার্কেটিং কাকে বলে ?

  •  কোন পণ্য অথবা সার্ভিস এর বিজ্ঞাপন দেয়া কে মার্কেটিং  বলে  .

  1. মার্কেটিং কয় প্রকার ?

  • মার্কেটিং 2 প্রকার 

  •  online marketing.

  • offline marketing.


  • online marketing : online এর মাধ্যমে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকে অনলাইন মার্কেটিং বলে. 

  • offline marketing : সরাসরি মানুষের কাছে গিয়ে যে বিজ্ঞাপন করা হয় তাকে offline marketing বলে .





অনলাইন থেকে ইনকামের সকল আপডেট নিউজ পেতে নিচের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন